Skip to main content
 

আমাদের কথা

পাবনা জেলা জজ আদালতের অধীনে সিরাজগঞ্জে দুইটি মুন্সেফী আদালত পরিচালিত ছিল। পাবনা জেলার একটি মহকুমা থেকে ১৯৮৪ সালে সিরাজগঞ্জ একটি পূর্নাঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি পায়। সিরাজগঞ্জ জেলা জজ আদালত প্রতিষ্ঠা হয় ০১/০৯/১৯৮৪ সালে। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের প্রথম জেলা জজ ছিলেন মোঃ আবু মুসা চৌধুরি। সিরাজগঞ্জ জেলার বর্তমান জেলা জজ হলেন ফজলে খোদা মোঃ নাজির। তিনি সিরাজগঞ্জের ১৮ তম জেলা জজ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হয় ২০১৬-১৭ সালে। বর্তমানে তিন তলা ভবনে জেলা জজ আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিচার বিভাগ পৃথকীকরণের মাধ্যমে ২০০৭ সালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলার প্রথম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন মোঃ আরিফুর রহমান। সিরাজগঞ্জের বর্তমান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন মোঃ শাহাদাৎ হোসেন প্রামানিক। সিরাজগঞ্জ জেলার নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন বর্তমানে নির্মাণাধীণ আছে।